Factitive Verb

 

Factitive Verb

 

Factitive Verb হলো এমন একটি ট্রানজিটিভ ভার্ব, যা তার কর্ম (direct object)-এর পরে একটি দ্বিতীয় কর্ম (complementary object/adjective) গ্রহণ করে। এই দ্বিতীয় কর্মটি প্রথম কর্মটির নতুন অবস্থা বা পরিচয় প্রকাশ করে। এটি to make, to name, to appoint ইত্যাদি ভার্বের মাধ্যমে গঠিত হয়।

ফ্যাক্টিটিভ ভার্বের গঠন

ফ্যাক্টিটিভ ভার্ব-এর গঠন হলো:

Subject + Factitive Verb + Direct Object + Complementary Object/Adjective

এখানে, complementary object বা adjective-টি direct object-এর পরিচয় বা অবস্থা পরিবর্তন করে দেয়।

উদাহরণ

  • They elected him president. (দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট।) - তারা তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করল।
    • এখানে, elected হলো ফ্যাক্টিটিভ ভার্ব।
    • him হলো direct object।
    • president হলো complementary object, যা him-এর নতুন পরিচয় প্রকাশ করছে।
  • We made him angry. (উই মেইড হিম অ্যাংরি।) - আমরা তাকে রাগান্বিত করলাম।
    • made হলো ফ্যাক্টিটিভ ভার্ব।
    • him হলো direct object।
    • angry হলো complementary adjective, যা him-এর নতুন অবস্থা বোঝাচ্ছে।
  • The jury found him guilty. (দা জুরি ফাউন্ড হিম গিল্টি।) - জুরি তাকে দোষী সাব্যস্ত করল।
    • found হলো ফ্যাক্টিটিভ ভার্ব।
    • him হলো direct object।
    • guilty হলো complementary adjective, যা him-এর নতুন অবস্থা প্রকাশ করছে।

ফ্যাক্টিটিভ ভার্ব চেনার উপায়

ফ্যাক্টিটিভ ভার্ব চিনতে হলে দেখতে হবে যে, বাক্যে দুটি কর্ম আছে কি না এবং দ্বিতীয় কর্মটি প্রথম কর্মটির নতুন অবস্থা বা পরিচয় বোঝাচ্ছে কি না। যদি দ্বিতীয় কর্মটি বাদ দেওয়া হয়, তাহলে বাক্যটির অর্থ অসম্পূর্ণ মনে হয়।

  • They elected him. (তারা তাকে নির্বাচিত করল।) - এই বাক্যটি সম্পূর্ণ হলেও, কী হিসেবে নির্বাচিত করল? - এই প্রশ্নটি থেকে যায়।

একটি ভার্ব ফ্যাক্টিটিভ কি না, তা বোঝার জন্য দুটি বিষয় খেয়াল রাখতে হবে:

  1. Direct Object ও Complement: বাক্যে একটি Direct Object (যাকে কাজটি করা হয়েছে) এবং একটি Complement (যেটি Object-এর নতুন পরিচয় বা অবস্থা) থাকবে।
  2. অসম্পূর্ণতা: যদি Complement-টি বাদ দেওয়া হয়, তবে বাক্যটির অর্থ অসম্পূর্ণ মনে হয়।

উদাহরণ: "They elected him president." (দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট।) - তারা তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করল।

  • him হলো Direct Object।
  • president হলো Complement।
  • যদি president বাদ দেওয়া হয়, বাক্যটি হবে "They elected him।" (তারা তাকে নির্বাচিত করল)। এখানে প্রশ্ন থেকে যায় - "কী হিসেবে নির্বাচিত করল?"। Complement ছাড়া বাক্যটি অসম্পূর্ণ।

৮০ টি ফ্যাক্টিটিভ ভার্ব: বাংলা উচ্চারণ ও অনুবাদসহ

  1. Appoint (অ্যাপয়েন্ট) - নিযুক্ত করা: We appointed him manager. (উই অ্যাপয়েন্টেড হিম ম্যানেজার।) - আমরা তাকে ম্যানেজার নিযুক্ত করলাম।
    • ব্যাখ্যা: manager বাদ দিলে বাক্যটি অসম্পূর্ণ (কী হিসেবে নিযুক্ত করা হলো?)।
  2. Elect (ইলেক্ট) - নির্বাচিত করা: The class elected her president. (দা ক্লাস ইলেক্টেড হার প্রেসিডেন্ট।) - ক্লাস তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করল।
    • ব্যাখ্যা: president হলো her-এর নতুন পরিচয়।
  3. Name (নেইম) - নাম রাখা: They named their son William. (দে নেইমড দেয়ার সান উইলিয়াম।) - তারা তাদের ছেলের নাম উইলিয়াম রাখল।
    • ব্যাখ্যা: William হলো son-এর নতুন পরিচয়।
  4. Call (কল) - ডাকা: We called the dog Max. (উই কলড দা ডগ ম্যাক্স।) - আমরা কুকুরটিকে ম্যাক্স বলে ডাকলাম।
    • ব্যাখ্যা: Max হলো dog-এর নতুন নাম।
  5. Make (মেইক) - তৈরি করা: The bad news made him sad. (দা ব্যাড নিউজ মেইড হিম স্যাড।) - খারাপ খবরটি তাকে দুঃখী করল।
    • ব্যাখ্যা: sad হলো him-এর নতুন অবস্থা।
  6. Consider (কনসিডার) - বিবেচনা করা: I consider him a friend. (আই কনসিডার হিম আ ফ্রেন্ড।) - আমি তাকে বন্ধু মনে করি।
    • ব্যাখ্যা: a friend হলো him-এর পরিচয়।
  7. Choose (চুস) - বেছে নেওয়া: We chose her our leader. (উই চুজ হার আওয়ার লিডার।) - আমরা তাকে আমাদের নেতা হিসেবে বেছে নিলাম।
    • ব্যাখ্যা: our leader হলো her-এর নতুন ভূমিকা।
  8. Declare (ডিক্লেয়ার) - ঘোষণা করা: They declared the country independent. (দে ডিক্লেয়ারড দা কান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট।) - তারা দেশটিকে স্বাধীন ঘোষণা করল।
    • ব্যাখ্যা: independent হলো country-এর নতুন অবস্থা।
  9. Find (ফাইন্ড) - খুঁজে বের করা: The jury found him guilty. (দা জুরি ফাউন্ড হিম গিল্টি।) - জুরি তাকে দোষী সাব্যস্ত করল।
    • ব্যাখ্যা: guilty হলো him-এর নতুন অবস্থা।
  10. Think (থিংক) - ভাবা: I think him a genius. (আই থিংক হিম আ জিনিয়াস।) - আমি তাকে একজন জিনিয়াস ভাবি।
    • ব্যাখ্যা: a genius হলো him-এর একটি পরিচয়।
  11. Believe (বিলিভ) - বিশ্বাস করা: I believe him innocent. (আই বিলিভ হিম ইনোসেন্ট।) - আমি তাকে নির্দোষ বলে বিশ্বাস করি।
    • ব্যাখ্যা: innocent হলো him-এর অবস্থা।
  12. Acknowledge (অ্যাকনলেজ) - স্বীকার করা: We acknowledge him a great leader. (উই অ্যাকনলেজ হিম আ গ্রেট লিডার।) - আমরা তাকে একজন মহান নেতা হিসেবে স্বীকার করি।
  13. Adjudge (অ্যাডজাজ) - বিচার করা: The court adjudged the prisoner guilty. (দা কোর্ট অ্যাডজাজড দা প্রিজনার গিল্টি।) - আদালত বন্দীকে দোষী বলে রায় দিল।
  14. Admit (অ্যাডমিট) - মেনে নেওয়া: They admit him a trustworthy person. (দে অ্যাডমিট হিম আ ট্রাস্টওয়ার্দি পারসন।) - তারা তাকে একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে মেনে নেয়।
  15. Anoint (অ্যানয়ন্ট) - অভিষেক করা: The king was anointed ruler. (দা কিং ওয়াজ অ্যানয়েন্টেড রুলার।) - রাজাকে শাসক হিসেবে অভিষেক করা হলো।
  16. Assume (অ্যাসিউম) - ধরে নেওয়া: We assume the situation hopeless. (উই অ্যাসিউম দা সিচুয়েশন হোপলেস।) - আমরা পরিস্থিতিকে আশাহীন ধরে নিই।
  17. Baptize (ব্যাপ্টাইজ) - দীক্ষা দেওয়া: They baptized the child Mark. (দে ব্যাপ্টাইজড দা চাইল্ড মার্ক।) - তারা শিশুটির নাম মার্ক রেখে দীক্ষা দিল।
  18. Certify (সার্টিফাই) - প্রত্যয়ন করা: The doctor certified him insane. (দা ডক্টর সার্টিফাইড হিম ইনসেইন।) - ডাক্তার তাকে উন্মাদ বলে প্রত্যয়ন করলেন।
  19. Christen (ক্রিস্টেন) - নামকরণ করা: They christened their baby Jane. (দে ক্রিস্টেন্ড দেয়ার বেবি জেইন।) - তারা তাদের শিশুর নাম জেইন রাখল।
  20. Commission (কমিশন) - নিয়োগ করা: They commissioned him captain. (দে কমিশনড হিম ক্যাপ্টেইন।) - তারা তাকে ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করল।
  21. Conceive (কনসিভ) - ধারণা করা: I conceive him a good player. (আই কনসিভ হিম আ গুড প্লেয়ার।) - আমি তাকে একজন ভালো খেলোয়াড় হিসেবে ধারণা করি।
  22. Condemn (কনডেম) - নিন্দা করা: The jury condemned him a criminal. (দা জুরি কনডেমড হিম আ ক্রিমিনাল।) - জুরি তাকে অপরাধী বলে নিন্দা করল।
  23. Constitute (কনস্টিটিউট) - গঠন করা: We constitute this a new rule. (উই কনস্টিটিউট দিস আ নিউ রুল।) - আমরা এটিকে একটি নতুন নিয়ম হিসেবে গঠন করি।
  24. Create (ক্রিয়েট) - সৃষ্টি করা: They created him a knight. (দে ক্রিয়েটেড হিম আ নাইট।) - তারা তাকে একজন নাইট হিসেবে সৃষ্টি করল।
  25. Crown (ক্রাউন) - মুকুট পরানো: They crowned her queen. (দে ক্রাউন্ড হার কুইন।) - তারা তাকে রানি হিসেবে মুকুট পরালো।
  26. Deem (ডিম) - মনে করা: I deem him worthy of the prize. (আই ডিম হিম ওয়ার্দি অফ দা প্রাইজ।) - আমি তাকে পুরস্কারের যোগ্য মনে করি।
  27. Designate (ডেজিগনেট) - মনোনীত করা: They designated her CEO. (দে ডেজিগনেটেড হার সিইও।) - তারা তাকে সিইও হিসেবে মনোনীত করল।
  28. Dub (ডাব) - উপাধি দেওয়া: They dubbed him 'The Great'. (দে ডাবড হিম 'দা গ্রেট'।) - তারা তাকে 'দ্য গ্রেট' উপাধি দিল।
  29. Endorse (এন্ডোর্স) - সমর্থন করা: We endorse him our representative. (উই এন্ডোর্স হিম আওয়ার রিপ্রেজেন্টেটিভ।) - আমরা তাকে আমাদের প্রতিনিধি হিসেবে সমর্থন করি।
  30. Entitle (এনটাইটল) - অধিকার দেওয়া: The contract entitles him full rights. (দা কন্ট্রাক্ট এনটাইটলস হিম ফুল রাইটস।) - চুক্তিটি তাকে পূর্ণ অধিকার দেয়।
  31. Esteem (এস্টিম) - সম্মান করা: They esteemed her a great artist. (দে এস্টিমড হার আ গ্রেট আর্টিস্ট।) - তারা তাকে একজন মহান শিল্পী হিসেবে সম্মান করত।
  32. Fancy (ফ্যান্সি) - কল্পনা করা: I fancy him the winner. (আই ফ্যান্সি হিম দা উইনার।) - আমি তাকে বিজয়ী হিসেবে কল্পনা করি।
  33. Feel (ফিল) - অনুভব করা: I feel this project a huge success. (আই ফিল দিস প্রোজেক্ট আ হিউজ সাকসেস।) - আমি এই প্রজেক্টটিকে একটি বড় সাফল্য মনে করি।
  34. Gauge (গেইজ) - পরিমাপ করা: I gauge her ability a great asset. (আই গেইজ হার অ্যাবিলিটি আ গ্রেট অ্যাসেট।) - আমি তার ক্ষমতাকে একটি বড় সম্পদ হিসেবে পরিমাপ করি।
  35. Hold (হোল্ড) - ধরে রাখা: I hold the theory invalid. (আই হোল্ড দা থিওরি ইনভ্যালিড।) - আমি তত্ত্বটিকে অবৈধ বলে মনে করি।
  36. Judge (জাজ) - বিচার করা: He judged the performance a failure. (হি জাজড দা পারফরম্যান্স আ ফেইলার।) - সে পারফরম্যান্সটিকে একটি ব্যর্থতা হিসেবে বিচার করল।
  37. Keep (কিপ) - রাখা: We kept the room clean. (উই কেপ্ট দা রুম ক্লিন।) - আমরা ঘরটি পরিষ্কার রাখলাম।
  38. Label (লেবেল) - চিহ্নিত করা: They labeled the products 'organic'. (দে লেবেলড দা প্রোডাক্টস অর্গানিক।) - তারা পণ্যগুলোকে 'অর্গানিক' হিসেবে চিহ্নিত করল।
  39. Leave (লিভ) - ছেড়ে যাওয়া: The accident left her speechless. (দা অ্যাক্সিডেন্ট লেফট হার স্পিচলেস।) - দুর্ঘটনাটি তাকে বাকরুদ্ধ করে দিল।
  40. Nominate (নমিনেট) - মনোনীত করা: The party nominated him a candidate. (দা পার্টি নমিনেটেড হিম আ ক্যান্ডিডেট।) - দলটি তাকে একজন প্রার্থী হিসেবে মনোনীত করল।
  41. Perceive (পারসিভ) - উপলব্ধি করা: We perceive the risk manageable. (উই পারসিভ দা রিস্ক ম্যানেজেবল।) - আমরা ঝুঁকিটিকে নিয়ন্ত্রণযোগ্য বলে উপলব্ধি করি।
  42. Proclaim (প্রোক্লেইম) - ঘোষণা করা: The king proclaimed his son heir. (দা কিং প্রোক্লেইমড হিজ সান এয়ার।) - রাজা তার পুত্রকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করলেন।
  43. Pronounce (প্রোনাউন্স) - ঘোষণা করা: The doctor pronounced him fit. (দা ডক্টর প্রোনাউন্সড হিম ফিট।) - ডাক্তার তাকে সুস্থ বলে ঘোষণা করলেন।
  44. Rate (রেইট) - রেটিং দেওয়া: I rate him a top player. (আই রেইট হিম আ টপ প্লেয়ার।) - আমি তাকে একজন সেরা খেলোয়াড় হিসেবে রেটিং দিই।
  45. Render (রেন্ডার) - পরিণত করা: The news rendered her speechless. (দা নিউজ রেন্ডারড হার স্পিচলেস।) - খবরটি তাকে বাকরুদ্ধ করে দিল।
  46. Report (রিপোর্ট) - রিপোর্ট করা: They reported the road clear. (দে রিপোর্টেড দা রোড ক্লিয়ার।) - তারা জানাল যে রাস্তা পরিষ্কার।
  47. Represent (রিপ্রেজেন্ট) - প্রতিনিধিত্ব করা: We represent this gesture a sign of peace. (উই রিপ্রেজেন্ট দিস জেস্টার আ সাইন অফ পিস।) - আমরা এই অঙ্গভঙ্গিকে শান্তির চিহ্ন হিসেবে দেখি।
  48. Repute (রিপিউট) - খ্যাতি দেওয়া: We repute him an honest man. (উই রিপিট হিম অ্যান অনেস্ট ম্যান।) - আমরা তাকে একজন সৎ মানুষ হিসেবে গণ্য করি।
  49. Sustain (সাস্টেইন) - বজায় রাখা: The team sustained the pressure high. (দা টিম সাস্টেইনড দা প্রেসার হাই।) - দলটি চাপ বেশি রাখল।
  50. Turn (টার্ন) - পরিণত করা: The heat turned the milk sour. (দা হিট টার্নড দা মিল্ক সাওয়ার।) - গরমে দুধ টক হয়ে গেল।
  51. Unmake (আনমেইক) - অযোগ্য করা: We cannot unmake him a hero. (উই ক্যানট আনমেইক হিম আ হিরো।) - আমরা তাকে একজন বীর থেকে অযোগ্য করতে পারি না।
  52. View (ভিউ) - দেখা: I view this as a great opportunity. (আই ভিউ দিস অ্যাজ আ গ্রেট অপরচুনিটি।) - আমি এটিকে একটি দারুণ সুযোগ হিসেবে দেখি।
  53. Vote (ভোট) - ভোট দেওয়া: They voted him the best player. (দে ভোটেড হিম দা বেস্ট প্লেয়ার।) - তারা তাকে সেরা খেলোয়াড় হিসেবে ভোট দিল।
  54. Weigh (ওয়ে) - ওজন করা: I weigh the evidence conclusive. (আই ওয়ে দা এভিডেন্স কনক্লুসিভ।) - আমি প্রমাণটিকে চূড়ান্ত বলে বিবেচনা করি।
  55. Witness (উইটনেস) - সাক্ষী হওয়া: We witness him a great man. (উই উইটনেস হিম আ গ্রেট ম্যান।) - আমরা তাকে একজন মহান মানুষ হিসেবে দেখি।
  56. Brand (ব্র্যান্ড) - কলঙ্কিত করা: The media branded him a traitor. (দা মিডিয়া ব্র্যান্ডেড হিম আ ট্রেইটর।) - মিডিয়া তাকে বিশ্বাসঘাতক বলে কলঙ্কিত করল।
  57. Deem (ডিম) - মনে করা: I deem the project successful. (আই ডিম দা প্রোজেক্ট সাকসেসফুল।) - আমি প্রোজেক্টটি সফল বলে মনে করি।
  58. Dub (ডাব) - উপাধি দেওয়া: They dubbed him the 'King of Pop'. (দে ডাবড হিম দা 'কিং অফ পপ'।) - তারা তাকে 'কিং অফ পপ' উপাধি দিল।
  59. Estimate (এসটিমেট) - অনুমান করা: I estimate the cost high. (আই এসটিমেট দা কস্ট হাই।) - আমি খরচটি বেশি বলে অনুমান করি।
  60. Expect (এক্সপেক্ট) - আশা করা: I expect the trip to be long. (আই এক্সপেক্ট দা ট্রিপ টু বি লং।) - আমি আশা করি যে ট্রিপটি দীর্ঘ হবে।
  61. Find (ফাইন্ড) - খুঁজে পাওয়া: We found the house spacious. (উই ফাউন্ড দা হাউস স্পেশাস।) - আমরা বাড়িটিকে প্রশস্ত বলে খুঁজে পেলাম।
  62. Judge (জাজ) - বিচার করা: The critics judged the movie a flop. (দা ক্রিটিকস জাজড দা মুভি আ ফ্লপ।) - সমালোচকরা সিনেমাটিকে একটি ফ্লপ বলে বিচার করল।
  63. Maintain (মেইনটেইন) - বজায় রাখা: They maintained the tradition sacred. (দে মেইনটেইনড দা ট্র্যাডিশন স্যাক্রেড।) - তারা ঐতিহ্যকে পবিত্র বলে বজায় রাখল।
  64. Perceive (পারসিভ) - উপলব্ধি করা: I perceived her a good leader. (আই পারসিভড হার আ গুড লিডার।) - আমি তাকে একজন ভালো নেতা হিসেবে উপলব্ধি করেছিলাম।
  65. Pronounce (প্রোনাউন্স) - ঘোষণা করা: The court pronounced him innocent. (দা কোর্ট প্রোনাউন্সড হিম ইনোসেন্ট।) - আদালত তাকে নির্দোষ বলে ঘোষণা করল।
  66. Rate (রেইট) - রেটিং দেওয়া: The students rated the teacher excellent. (দা স্টুডেন্টস রেইটেড দা টিচার এক্সেলেন্ট।) - ছাত্রছাত্রীরা শিক্ষককে চমৎকার বলে রেটিং দিল।
  67. Recognize (রেকগনাইজ) - স্বীকৃতি দেওয়া: We recognize him an expert. (উই রেকগনাইজ হিম অ্যান এক্সপার্ট।) - আমরা তাকে একজন বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি দিই।
  68. Render (রেন্ডার) - পরিণত করা: The news rendered her speechless. (দা নিউজ রেন্ডারড হার স্পিচলেস।) - খবরটি তাকে বাকরুদ্ধ করে দিল।
  69. Report (রিপোর্ট) - রিপোর্ট করা: They reported him missing. (দে রিপোর্টেড হিম মিসিং।) - তারা জানাল যে সে নিখোঁজ।
  70. Repute (রিপিউট) - খ্যাতি দেওয়া: They repute him a great artist. (দে রিপিট হিম আ গ্রেট আর্টিস্ট।) - তারা তাকে একজন মহান শিল্পী বলে গণ্য করে।
  71. Select (সিলেক্ট) - বেছে নেওয়া: The committee selected her the best candidate. (দা কমিটি সিলেক্টেড হার দা বেস্ট ক্যান্ডিডেট।) - কমিটি তাকে সেরা প্রার্থী হিসেবে বেছে নিল।
  72. Suppose (সাপোজ) - মনে করা: I suppose her a good choice. (আই সাপোজ হার আ গুড চয়েস।) - আমি তাকে একটি ভালো পছন্দ বলে মনে করি।
  73. Term (টার্ম) - আখ্যা দেওয়া: They termed the project a great success. (দে টার্মড দা প্রোজেক্ট আ গ্রেট সাকসেস।) - তারা প্রোজেক্টটিকে একটি বড় সাফল্য বলে আখ্যা দিল।
  74. Understand (আন্ডারস্ট্যান্ড) - বোঝা: I understand the situation hopeless. (আই আন্ডারস্ট্যান্ড দা সিচুয়েশন হোপলেস।) - আমি পরিস্থিতিকে আশাহীন বলে বুঝি।
  75. Use (ইউজ) - ব্যবহার করা: We used the wood for fuel. (উই ইউজড দা উড ফর ফুয়েল।) - আমরা কাঠটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করলাম।
  76. View (ভিউ) - দেখা: I view the situation as complicated. (আই ভিউ দা সিচুয়েশন অ্যাজ কমপ্লিকেটেড।) - আমি পরিস্থিতিকে জটিল বলে দেখি।
  77. Vote (ভোট) - ভোট দেওয়া: The committee voted him the chairman. (দা কমিটি ভোটেড হিম দা চেয়ারম্যান।) - কমিটি তাকে চেয়ারম্যান হিসেবে ভোট দিল।
  78. Warm (ওয়ার্ম) - উষ্ণ করা: The sun warmed the room cozy. (দা সান ওয়ার্মড দা রুম কোজি।) - সূর্য ঘরটিকে আরামদায়কভাবে উষ্ণ করল।
  79. Worry (ওয়ারি) - চিন্তিত করা: The problem worried him sick. (দা প্রবলেম ওয়ারিড হিম সিক।) - সমস্যাটি তাকে অসুস্থ করে তুলল।
  80. Acquit (অ্যাকুইট) - খালাস দেওয়া: The jury acquitted him innocent. (দা জুরি অ্যাকুইটেড হিম ইনোসেন্ট।) - জুরি তাকে নির্দোষ বলে খালাস দিল।

 

Comments

Popular posts from this blog

Present Indefinite Tense এর বাক্য গঠনের কাঠামো, ব্যাখ্যা ও উদাহরণ

ধাতু ও বিভক্তির মাধ্যমে কালের (Tense) পরিবর্তন

Answer to the Model Questions 01 (English Second Paper)